আমার অপমানটা আমার মনে কি কোন দাগ কেটেছে? আমি তা নিজেও জানিনা। এই না জানাটা আমার দুর্বলতা আর আমার অক্ষমতা সেটা ভালভাবেই জানি। হয়তো প্রশ্ন আসতে পারে তবে কেন আমি এটা নীরবে সহ্য করে গেলাম। ঐ যে বললাম এতটা নগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছি তা বলার কোন ভাষা নেই।
আমার অপমানটা এমনি - আমার স্বচ্ছ আকাশের মধ্যে কালো মেঘের রেখা।ঐ রেখা এতটাই গভীর যে আমি তাকে সরিয়ে ফেলতে পারলাম না। তা যেন শত সহস্র অপমান নিয়ে আরো গভীর হতে লাগলো। আমি এখন অনেকটাই দিশেহারা। আমার কোন ঠিকানা নেই।না আছে কোন নিবাস। আমি যেখানে থাকি সেখানে আমি থাকি না। আমার আমিত্ব অনেক দূরে হারিয়ে গেছে। যেখানে আমার আমিত্বের কোন মর্যাদা নেই, সেখানে আমার কি মূল্য? আমি এক মূল্যহীন আমি।
আমার অপমানের নূপুরের ধ্বনি আমার হৃদয়ের শত সহস্র শিরা-উপশিরায় ভয়ংকর আওয়াজ সৃষ্টি করে। অথচ শৈশবে এবং কৈশোরে এমন একদিন ছিল তা আমার আলতা পরা শ্বেত শুভ্র পায়ে, চন্দ্র-সূর্য ঝলকানিতে আমার পায়ের নিষ্পাপ নূপুরের ছন্দ তুলতো। সেই ছন্দে আমার পৃথিবী মুখরিত হতো।কত কি স্বপ্ন দেখতো!আজ আমি স্বপ্ন দেখি না। আমি শুধু দেখতে পায় অপমানের ক্ষতটা।
আমার অপমানটা এমনি - আমার স্বচ্ছ আকাশের মধ্যে কালো মেঘের রেখা।ঐ রেখা এতটাই গভীর যে আমি তাকে সরিয়ে ফেলতে পারলাম না। তা যেন শত সহস্র অপমান নিয়ে আরো গভীর হতে লাগলো। আমি এখন অনেকটাই দিশেহারা। আমার কোন ঠিকানা নেই।না আছে কোন নিবাস। আমি যেখানে থাকি সেখানে আমি থাকি না। আমার আমিত্ব অনেক দূরে হারিয়ে গেছে। যেখানে আমার আমিত্বের কোন মর্যাদা নেই, সেখানে আমার কি মূল্য? আমি এক মূল্যহীন আমি।
আমার অপমানের নূপুরের ধ্বনি আমার হৃদয়ের শত সহস্র শিরা-উপশিরায় ভয়ংকর আওয়াজ সৃষ্টি করে। অথচ শৈশবে এবং কৈশোরে এমন একদিন ছিল তা আমার আলতা পরা শ্বেত শুভ্র পায়ে, চন্দ্র-সূর্য ঝলকানিতে আমার পায়ের নিষ্পাপ নূপুরের ছন্দ তুলতো। সেই ছন্দে আমার পৃথিবী মুখরিত হতো।কত কি স্বপ্ন দেখতো!আজ আমি স্বপ্ন দেখি না। আমি শুধু দেখতে পায় অপমানের ক্ষতটা।
খুব সুন্দর লিখেছেন।
উত্তরমুছুনমনের খোরাক।