আমার অন্তরের অন্তঃস্থলে যে গভীর ব্যাথা লুকিয়ে আছে তাকে দেখতে যেয়ে হারিয়ে গেলাম হৃদয়ের বহুদূরে। সেখানে নিজেকে তলিয়ে দেখলাম ব্যাথার বাদ্যযন্ত্রের কঠিন সুর আমার কর্ণে হাহাকার শব্দে অবিরত বেজে যাচ্ছে।
আমার আরতি তাকে নিয়ে যে আমায় ভরিয়ে দিল চোখের নোনা জলের বৃষ্টিতে। এই বৃষ্টিতে শিক্ত হয়ে ফুল ফুটে উঠল হৃদয় উদ্যানে। তাকে তো আমায় স্বাগত জানাতে হল।
হায় ব্যাথা! তোমার পিচ্ছিল সিঁড়িতে আমি আমার পা রাখলাম। আমার পা দুটো কি ভারসাম্য রক্ষা করতে পারবে তোমার পিচ্ছিল সিঁড়িতে যেমন প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করে প্রবল কালবৈশাখী ঝড়ে? তার গতিবেগের ঝংকারে প্রকৃতি নিজেকে সামলে রাখে।