শুক্রবার, ১ মে, ২০২০

প্রেম

প্রেম তুমি কোথায়? আমি তোমায় খুঁজে পাইনা কেন? তুমি তো চলার পথের ছন্দ, তুমি তো পথের দিশা, তোমার প্রেমময় চাহনিতে পথ চলি। পথ চলার আনন্দ তুমি। তোমার আনন্দতেই আমি আনন্দিত। পার্থিব আর অপার্থিব এর মিলন মালার কন্ঠহার। তুমি যে রুধির ধারার ন্যায় গোপনীয় যোগাযোগ।


কেন তোমায় বুঝতে পারি না?  তবে কি আমি বিরহের ধূসর বিবর্ণ এর প্রতিমূর্তি? না প্রেম তা হয় না। তুমি ঝরে গেলে আবারো নতুন করে প্রস্ফুটিত হও। এ তোমার বৈশিষ্ট্য। প্রেম তুমি গোটা বিশ্বের মাঝে বিরাজ করছো। দেখছি তোমাকে মানবতার সেবায়। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সেবা দিয়ে যাচ্ছ। কোন পার্থক্য নেই তোমার কাছে। সর্বকালের সর্বজাতির মধ্যে তুমি চলমান।

পৃথিবীর ধূসর মুহূর্তে তোমার প্রেমের রাগীণি বাঁজছে। তুমি ক্লান্ত হও না। এ প্রেম যে স্রষ্টার সাথে সৃষ্টির বন্ধন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন