শুক্রবার, ২৯ মে, ২০২০

সংসার

সংসার তুমি ভাসমান পদ্নপাতার ন্যায় বৈচিত্র্যময়। পদ্মাপাতার উপর শিশির বিন্দু যেমন পতিত হয়ে সূর্যের রশ্মিতে ঝলমলে মুক্তার ন্যায় বিকিরণের ছটা ছড়ায় তেমনি সংসার তার মায়াজালে মানব মানবীকে আকৃষ্ট  করে মানব সূচনার ব্যাপ্তি ঘটায়।

প্রেমহীনতা, অবহেলা, অবিশ্বাস, ঘৃণা, অত্যাচার, অনাচার, অবিচার, ব্যাভিচার, ক্ষমতার অপব্যবহার সংসারের পাতার উপরে স্যাতসেতে শ্যাওলা আর কাদার আচ্ছাদন ফেলে। তারপরও সংসার তোমাকে ভেসে থাকতে হয়। ভাসতে তাকে হবেই। তোমার আলিঙ্গন মানব মানবীকে এমনভাবে বেঁধে রেখেছে যেখান থেকে সে আর বের হতে পারে না।


সূর্য রশ্মির প্রখরতা মানব মানবীকে কর্মমুখর করে তোলে। আবার পড়ন্ত বিকালের সূর্য রশ্মি যখন অস্ত যায় তখন সংসার তার পসরা গ্রহণ করে নেয় মানব মানবীর কাছ থেকে। মানব মানবীকে কত শ্রম, কত সাধনায়, কত ত্যাগে এই পসরা সৃষ্টি করতে হয় সংসার তা বুঝে না। সংসার বুঝে শুধু দেওয়া নেওয়া।



মানব মানবী সংসার নামের পদ্নপাতার ভেলায় চড়ে কত ঝড়, ঝঞ্ঝা, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে।মহাকালের আবর্তনে তাকে সরে যেতে হয়। নতুন এসে পুরাতনকে দখল করে নেয়। ফেলে দেয় পুরাতনকে। শুধু ফেলে না পুরাতনের শ্রমলব্ধ পসরা। সংসার এটাই তোমার রীতি। এভাবেই তুমি যুগ যুগ ধরে তোমার বৈঠা বেয়ে চলেছ। নেই তোমার ক্লান্তি, নেই কোন আফসোস, নেই কোন দুঃখ, নেই কোন আনন্দ। তুমি এক অসাধারণ তুমি, তাই তুমি সংসার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন