বুধবার, ১৩ মে, ২০২০

হাতেখড়ি


কত ধূসর মরুভূমি, কত জরাজীর্ণ জনপদ বিকৃত জীবনের পদচিহ্ন, ঝড় ঝঞ্ঝা বিস্তৃত পথের প্রান্তে নিজেকে দেখবার সুযোগ পেলাম। নিজেকে বুঝতে চাইলাম কিন্তু অবুঝ মন আমাকে উপলব্ধি করতে দিচ্ছে না। সে বারবার মায়াজালে আমাকে আটকে ফেলার চেষ্টা করছে। আমাকে দুর্বল করে দিচ্ছে।

যেখানে আমি নিজেকে সদাই করে ফেলেছিলাম সেখানে আমাকে বারবার পিছু টানছে। এই পিছুটানই নিজেকে ভুলিয়ে রাখে। সময় আমাকে শেখালো আমি কতদিন আর অন্যের সাহায্য নিয়ে পৃথিবীর এই পথে চলতে থাকবো। আসলেই আমি নিজেকে বুঝতে চায়নি যে আমি এতদিন মেরুদন্ডহীন অবস্থায় আছি। আমি গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমার গন্ডি যখন আমাকে নিয়ে বিদ্রুপ করলো তখনই নিজেকে যাচাই করবার সুযোগ পেলাম। এ তো আমার সবে মাত্র হাতেখড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন