তোমার এত সৌন্দর্য যা সহজে মানব মানবীকে মুগ্ধ করে। আকৃষ্ট হয়ে পড়ে তোমার প্রতি। অলঙ্কার তোমার সৌন্দর্যের মূল্যায়ন বাহ্যিক সৌন্দর্য নিয়ে নয়। যাকে অলঙ্কার পরানো হল সে কতটুকু তোমাকে উপলব্ধি করলো?
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি, অনেক সার্টিফিকেট, অনেক বড় পদবী এগুলো সবই অলঙ্কার একজন মানুষের জীবনে। এই অলঙ্কার মূল্যহীন হয়ে পড়ে মনুষ্যত্বহীন জীবনযাত্রায়। যারা হীন স্বার্থের জন্য সত্য কে জলাঞ্জলি দিয়ে মিথ্যার বসতি করে তারা প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ের ঐ লেখাপড়া, ঐ ডিগ্রী, ঐ সার্টিফিকেট সবকিছুই মূল্যহীন।
তাদের যে অলঙ্কার দেওয়া হয়েছিল সেটা পরিহাসের বিষয় হয়ে দাঁড়ালো।মানুষ বাহ্যিকভাবে বিচার করে অপরের মেকিটাকে। আসলে কিছুদিন সে রঙ ধারণ করে রাখলেও সত্য যখন বাড়ির হয়ে আসে, বিশ্ব বিবেক তখন তাকে ধিক্কার দেয়। যে অলঙ্কার মনুষ্যত্বের শোভা বর্ধন করে তা হচ্ছে উদারতা, সেবা ও মহানুভবতা। কথিত আছে
একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাকে বলেছিলেন
'মা আমার বড় সাধ হইয়াছে তোমাকে তিনখানা অলঙ্কার পরায়। মা বলেছিলেন পুত্র তুমি যে আমাকে অলঙ্কার পরাতে চেয়েছো ওতেই আমার পরা হয়ে গিয়েছে। যদি তুমি অলঙ্কারের টাকা দিয়ে আমাদের গ্রামের দুস্থ মানুষের জন্য শীতের লেপ ক্রয় করে দাও তবে তাদের বড়ই উপকার হয়। এটাই হবে তোমার মায়ের জন্য বড় অলঙ্কার।'
প্রকৃতপক্ষে মানব হৃদয়ের ভিতরে সততা,বিশ্বস্ততা মানবতা ও আত্নত্যাগের যে শিখা জ্বলে যা তাকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে আর সেটাই হচ্ছে তার অলঙ্কার।
উদাহরণ স্বরূপ বলা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি, অনেক সার্টিফিকেট, অনেক বড় পদবী এগুলো সবই অলঙ্কার একজন মানুষের জীবনে। এই অলঙ্কার মূল্যহীন হয়ে পড়ে মনুষ্যত্বহীন জীবনযাত্রায়। যারা হীন স্বার্থের জন্য সত্য কে জলাঞ্জলি দিয়ে মিথ্যার বসতি করে তারা প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ের ঐ লেখাপড়া, ঐ ডিগ্রী, ঐ সার্টিফিকেট সবকিছুই মূল্যহীন।
তাদের যে অলঙ্কার দেওয়া হয়েছিল সেটা পরিহাসের বিষয় হয়ে দাঁড়ালো।মানুষ বাহ্যিকভাবে বিচার করে অপরের মেকিটাকে। আসলে কিছুদিন সে রঙ ধারণ করে রাখলেও সত্য যখন বাড়ির হয়ে আসে, বিশ্ব বিবেক তখন তাকে ধিক্কার দেয়। যে অলঙ্কার মনুষ্যত্বের শোভা বর্ধন করে তা হচ্ছে উদারতা, সেবা ও মহানুভবতা। কথিত আছে
একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাকে বলেছিলেন
'মা আমার বড় সাধ হইয়াছে তোমাকে তিনখানা অলঙ্কার পরায়। মা বলেছিলেন পুত্র তুমি যে আমাকে অলঙ্কার পরাতে চেয়েছো ওতেই আমার পরা হয়ে গিয়েছে। যদি তুমি অলঙ্কারের টাকা দিয়ে আমাদের গ্রামের দুস্থ মানুষের জন্য শীতের লেপ ক্রয় করে দাও তবে তাদের বড়ই উপকার হয়। এটাই হবে তোমার মায়ের জন্য বড় অলঙ্কার।'
প্রকৃতপক্ষে মানব হৃদয়ের ভিতরে সততা,বিশ্বস্ততা মানবতা ও আত্নত্যাগের যে শিখা জ্বলে যা তাকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে আর সেটাই হচ্ছে তার অলঙ্কার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন