আমার হৃদয় বীণায় সুর বেজে ওঠে সেই সুর মহাসুরের সাথে মিশে যায়। আমার পূজার অঞ্জলি ঐ মহাসুরের কাছে। আমি তাঁরই ভজনা করি, তাঁরই উপাসনা করি।গোটা বিশ্বের প্রতিটি মানব মানবীর হৃদয়ের দ্বারে দ্বারে আমার সুরের ঐকাতন পৌঁছে দিতে চাই।
আমার সুর বেসুর হয়ে যায় যখন দেখে হিংসা বিদ্বেষ অন্যায় অবিচার অনাচার। মানবতা তখন হ্রাস পেতে থাকে। আমি এক ছন্নছাড়া, না আছে স্বকীয়তা। আমি প্রতিহত করতে পারিনি যেমন পারিনি আমার মাতৃত্বের সুমধুর রাগিণী কে। শৈশব, কৈশোর, যৌবনের প্রতিটি ধারায় ধারায় যাকে সু্রের বন্ধনে আটকাতে গেলাম সে অসীম সুরের মাঝে বিলীন হয়ে গেল। আমি তাকে আজও খুঁজে বেরাই ঐ পাহাড়ের পাদদেশে। আমার দৃষ্টি আজ ও পর্যন্ত ঐ খানে ঘুরে ঘুরে বেড়ায়। মহাসুর আমাকে সান্তনা যোগায়।
আমার দৈহিক যন্ত্রনা আর হৃদয়ের ক্ষরণে যখন বুক ফেটে যেতে লাগলো অসীম আমাকে সাহস যোগাল। তাই আমি টিকে আছি। তাই আমি ভালবাসি আমার পৃথিবীকে। পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রনাকে আমি আমার হৃদয়ের গভীর সুরের কাছে সমর্পণ করলাম। তখন থেকেই আমি ভেসে চলেছি মহাসুরের সাধনায়।
আমার সুর বেসুর হয়ে যায় যখন দেখে হিংসা বিদ্বেষ অন্যায় অবিচার অনাচার। মানবতা তখন হ্রাস পেতে থাকে। আমি এক ছন্নছাড়া, না আছে স্বকীয়তা। আমি প্রতিহত করতে পারিনি যেমন পারিনি আমার মাতৃত্বের সুমধুর রাগিণী কে। শৈশব, কৈশোর, যৌবনের প্রতিটি ধারায় ধারায় যাকে সু্রের বন্ধনে আটকাতে গেলাম সে অসীম সুরের মাঝে বিলীন হয়ে গেল। আমি তাকে আজও খুঁজে বেরাই ঐ পাহাড়ের পাদদেশে। আমার দৃষ্টি আজ ও পর্যন্ত ঐ খানে ঘুরে ঘুরে বেড়ায়। মহাসুর আমাকে সান্তনা যোগায়।
আমার দৈহিক যন্ত্রনা আর হৃদয়ের ক্ষরণে যখন বুক ফেটে যেতে লাগলো অসীম আমাকে সাহস যোগাল। তাই আমি টিকে আছি। তাই আমি ভালবাসি আমার পৃথিবীকে। পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রনাকে আমি আমার হৃদয়ের গভীর সুরের কাছে সমর্পণ করলাম। তখন থেকেই আমি ভেসে চলেছি মহাসুরের সাধনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন