বার্ধক্য, তুমি পড়ন্ত বিকালের অস্তগামী সূর্যের লাল আবির মাখানো নীলাকাশে ছড়িয়ে দেওয়া স্নিগ্ধ আলো। তোমার ঐ আলোই হচ্ছে রাতের অন্ধকারে দিশা। কে বলে তুমি অক্ষম? কি নেই তোমার?
বার্ধক্য, তোমার গাম্ভীর্য পরবর্তী প্রজন্মের যৌবনের হাসি আনন্দের মোড়কে ভরিয়ে রাখা চলার ছন্দ। পৃথিবী এই ছন্দের তালে তালে তাল মিলিয়ে চলে।
বার্ধক্য, তোমার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের যৌবনের প্রথম পাতায় আঁচড় টেনে দেয়। তাই যৌবন চলতে থাকে তোমার অভিজ্ঞতার খেয়াতরী বয়ে যেখানে সে ক্ষমতার অপব্যবহার করতে পারে না। তোমার নির্দেশনা তাকে চলার পথে সাহায্য করে।
কে বলে তোমার গুরুত্ব নেই? তোমার গুরুত্বে বিকশিত হয় যৌবনের প্রস্ফুটিত আমেজ আর বিশ্বে ছড়িয়ে পড়ে যৌবনের ফুল ও ফল।আর এইভাবে বার্ধক্য তুমি চিরসবুজ হয়ে রয়েছ ধরণীর বুকে।
বার্ধক্য, তোমার গাম্ভীর্য পরবর্তী প্রজন্মের যৌবনের হাসি আনন্দের মোড়কে ভরিয়ে রাখা চলার ছন্দ। পৃথিবী এই ছন্দের তালে তালে তাল মিলিয়ে চলে।
বার্ধক্য, তোমার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের যৌবনের প্রথম পাতায় আঁচড় টেনে দেয়। তাই যৌবন চলতে থাকে তোমার অভিজ্ঞতার খেয়াতরী বয়ে যেখানে সে ক্ষমতার অপব্যবহার করতে পারে না। তোমার নির্দেশনা তাকে চলার পথে সাহায্য করে।
কে বলে তোমার গুরুত্ব নেই? তোমার গুরুত্বে বিকশিত হয় যৌবনের প্রস্ফুটিত আমেজ আর বিশ্বে ছড়িয়ে পড়ে যৌবনের ফুল ও ফল।আর এইভাবে বার্ধক্য তুমি চিরসবুজ হয়ে রয়েছ ধরণীর বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন