হে ধূলিকণা! আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। পৃথিবীর বুকে কত স্পৃহা, কত পদাচরণ, কত আশা, আকাঙ্ক্ষা, ন্যায়, অন্যায়, দাম্ভিকতা, কত উদারতা, মানবতা, নিষ্ঠুরতা, অসহায়তা সবকিছুর মিশ্রণে তুমি মিশ্রিত হয়ে আছো। তোমার উপরে নীল আকাশ আর তুমি বিছিয়ে রেখেছো পৃথিবীর মহাসনদ।
এই মহাসনদের দায়িত্ব তোমার উপর। তুমি বারবার জানাচ্ছো এই পৃথিবীর যত কিছুই থাকুক না কেন সব কিছুকেই ধূলিকণার সাথে মিশে যেতে হয়। পৃথিবী অবুঝ- সে বুঝতে পারে না, বোঝাতে পারে না।
পৃথিবী এই মঞ্চে যে দোলনা ঝুলিয়ে রেখেছে সেই দোলনায় মানব মানবীরা দোদুল্যমান হয়ে ঝুলছে। দোলনাকে অসীম আকাশ ছুঁতে বলছে যেন বিশ্ব তাদের জয়ের প্রতিযোগিতায় হার না মানে। হায়রে অবাক মানব আত্মা, তোমার গ্লানিকর অধ্যায় গোটা বিশ্বকে পীড়িত করে ফেলেছে। তুমি জেনেও না জানার ভনিতা করে আছো। তোমার অহংকার, তোমার ঐশ্বর্য, প্রাচুর্য, তোমার দীনতা, হীনতা সব কিছুই ধরনীর বুকে ধূলা হয়ে মিশে যায় মহাকালের আবর্তনে। আর সাক্ষী হয়ে রয়ে যায় ঐ ধূলি যে কিনা পৃথিবীর ঊষালগ্ন থেকে বিরাজমান।
এই মহাসনদের দায়িত্ব তোমার উপর। তুমি বারবার জানাচ্ছো এই পৃথিবীর যত কিছুই থাকুক না কেন সব কিছুকেই ধূলিকণার সাথে মিশে যেতে হয়। পৃথিবী অবুঝ- সে বুঝতে পারে না, বোঝাতে পারে না।
পৃথিবী এই মঞ্চে যে দোলনা ঝুলিয়ে রেখেছে সেই দোলনায় মানব মানবীরা দোদুল্যমান হয়ে ঝুলছে। দোলনাকে অসীম আকাশ ছুঁতে বলছে যেন বিশ্ব তাদের জয়ের প্রতিযোগিতায় হার না মানে। হায়রে অবাক মানব আত্মা, তোমার গ্লানিকর অধ্যায় গোটা বিশ্বকে পীড়িত করে ফেলেছে। তুমি জেনেও না জানার ভনিতা করে আছো। তোমার অহংকার, তোমার ঐশ্বর্য, প্রাচুর্য, তোমার দীনতা, হীনতা সব কিছুই ধরনীর বুকে ধূলা হয়ে মিশে যায় মহাকালের আবর্তনে। আর সাক্ষী হয়ে রয়ে যায় ঐ ধূলি যে কিনা পৃথিবীর ঊষালগ্ন থেকে বিরাজমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন