শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আমিত্ব

হে আমার আমিত্ব তোমাকে উপলব্ধি করে আমি বুঝতে পেরেছি আমি কতটায় নাজুক পরিস্থিতির মধ্যে আছি। কি করবো বলো? আমার কাজল কালো চোখের কালো আঁচড়ে কত না জানা কথা জানালাম। কাজল কালির অক্ষরে শব্দ ছিল না, ছিল কেবল হৃদয়ের উত্তাল ঢেউ। এই ঢেউয়ের শব্দে আমার পৃথিবী আবৃত হয়ে আছে।

আমি এই পৃথিবীর বাসিন্দা। আমার অনুভূতিই আমার সম্পদ। এই সম্পদই হচ্ছে মূলধন। এই মূলধন এমনভাবে লুকিয়ে আছে যে তা কেউ দেখতে পায় না। যদি কেউ দেখতে পেত তাহলে সেটা পৃথিবীতে এক বিকট আওয়াজের সৃষ্টি করত। এই মূলধন দেখতে পান শুধু স্রষ্টা। সৃষ্টির এই মূলধনই হচ্ছে স্রষ্টার সান্নিধ্য।
হৃদয়ের অন্তস্থল থেকে যে ঢেউ এর সৃষ্টি হয় সে ঢেউকে কেউ অবরূদ্ধ করতে পারে না। এ ঢেউ আদি থেকে অনন্ত কাল পর্যন্ত চলতে থাকে। এ চলার কোন বিরতি নেই।

এই আমিত্ব জীবন চলার পথে প্রথম ছন্দ। ছন্দের পতন হয় জীবন পাতার অযৌক্তিক কদর্য স্পৃহায়। এই সেই কদর্য স্পৃহা যা কলুষিত করে দেয় জীবন আঙিনাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন