আমার চলার পথে এত কাটা যার জন্য আমার চরণ দুটো ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। এত কুয়াশাপূর্ণ পৃথিবী যার কোন কিছুই আমি দেখতে পারছিলাম না। আমার অক্ষমতায় পৃথিবী বিদ্রুপ করলো। আমি আমার পৃথিবীকে বুঝাতে চাইলাম কিন্তু সে কোন যুক্তি তর্ক মানলো না। সে আমাকে শত সহস্রবার দোষারোপ করলো। এটাই মনে হয় পৃথিবীর শরণ।
আমার নিস্তদ্ধতা এতই ভয়ঙ্কর সে যেন আমাকে গুড়িয়ে দিতে চাই। অথচ এই পা দুটো নিয়ে যখন আমি মায়ের গর্ভে ছিলাম মা তাকে সযত্নে আগলে রেখেছিল। ভূমিষ্ঠ হওয়ার পর যখন হাঁটি হাঁটি পা পা করে আমি হাঁটতে লাগলাম তখন শুধুই আছাড় খেলাম। চলার পথে মা বাবার স্নেহ পূর্ণ দৃষ্টি দিয়ে আমাকে সাহায্য করতে লাগল।
যখন বাবা মা তাদের ছাউনি থেকে সরিয়ে দিলো তখন আমি নিজেকে অনুধাবন করলাম কত বড় আর কত কঠিন পদক্ষেপ আমাকে পা রাখতে হবে।
যে শ্বেত শুভ্র পা দুটো আলতা পরিহিত ছিল সেই পা দিয়ে চন্দ্র সূর্যর রশ্মি গোটা পৃথিবীকে আলোকিত করুক পৃথিবী আমাকে এটাই বুঝাতে চেষ্টা করছে।
যত কাঁটা আমার পায়ে ঢুকুক না কেন আমি যেন বিচলিত না হয়। আমার পায়ের নূপুরের ঝুনঝুন আওয়াজ অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এটাই আমাকে বুঝতে হলো বড় দেরিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন