সোমবার, ৩ আগস্ট, ২০২০

কর্ম

আমার হাত দুটো অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এত কর্ম আর এত অকর্ম করেছে যার কোন হিসাব নেই। বসে বসে ভাবনা আমাকে পেয়ে বসেছে। নিজের হাতের দিকে তাকিয়ে দেখছি কি গভীর সৌন্দর্য আর অসৌন্দর্য এই হাতের মাঝে খেলা করছে। আমার অনুভূতি তবে এতদিন কেন চুপ হয়েছিল? তাকে আমি বার বার প্রশ্ন করছি কেন সে এত ক্লান্ত। সে তার কর্মের ভার বহন করতে যেয়ে বিষন্ন হয়ে পড়েছে। 

এই হাত দুটো কোন সময়েই শূন্য ছিল না। যখন সে ভূমিষ্ঠ হলো দুটি হাত‌ই সোহাগ ভরা সততা, বিশ্বস্ততা আর নম্রতা নিয়ে পরিপূর্ণ ছিল। সে মনে করেছিল এইভাবে হাত দুটো পরস্পর বন্ধু হয়ে থাকবে। 

পৃথিবীর কদর্য স্পৃহায় বাম হস্ত লোভ লালসার খেলায় মত্ত হয়ে গেল। ডান হস্ত বাধা দিতে লাগলো কিন্তু কোন কথায় বাম হস্ত ভ্রুক্ষেপ করলো না। দুটো হাত বিচ্ছিন্ন হয়ে পড়লো। ডান হস্ত তার ভাল কর্ম নিয়ে সরে দাঁড়ালো আর বাম হস্ত তার অকর্ম নিয়ে ম্লান হয়ে পড়লো। যে দুটো হাত ছিল একে অপরের পরিপূরক আজ তারা বিচ্ছিন্ন কর্মের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন